‘সার্কভূক্ত দেশসমূহকে জলবায়ু তহবিল সংগ্রহে স্বচ্ছতার আহবান’

জাতীয়

index_59007ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভূক্ত দেশসমূহকে জলবায়ু তহবিল সংগ্রহ ও তার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সবচেয়ে ঝুঁকি প্রবণ অঞ্চলে রয়েছে।
এ প্রেক্ষিতে উন্নত দেশগুলো কর্তৃক জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে ২০২০ সালের মধ্যে প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল ছাড়ে সার্কের পক্ষ থেকে যৌথভাবে চাহিদা সৃষ্টি করা এখন সময়ের দাবি বলেও জানান তিনি।
উন্নত দেশগুলো কর্তৃক সবুজ জলবায়ু তহবিলে (জিসিএফ) ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতিকে স্বাগত জানান নির্বাহী পরিচালক।
তিনি জিসিএফ হতে তহবিল সংগ্রহে সার্ক দেশসমূহ সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
সুন্দরবনের অদূরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় ভারত ও বাংলাদেশ সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করেনি বলে মত প্রকাশ করে তিনি এ প্রকল্পের কার্যক্রম অনতিবিলম্বে স্থগিত করে এটি স্থানান্তরের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *