পাকিস্তানে গ্যাস পাইপলাইনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকালে খাইবার পাখতুনখুয়া প্রদেশের আট্টোক এলাকার কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে উদ্ধার কর্মকর্তাদের বরাত দিয়ে পাক সংবাদমাধ্যম ডন জানায়, ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। হাসান আবদাল রোডে অ্যাবোটাবাদ চক থেকে আসা বিপরীত দিকের একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার প্রধান গ্যাস পাইপলাইনে আঘাত হানলে ভ্যানটিতে আগুন লেগে গেলে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। দুর্ঘটনাকবলিত ভ্যানটি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে হাসান আবদাল জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিহতরা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। এই অবস্থায় তাদের মরদেহের ডিএনএ টেস্ট করাও সম্ভব নয় বলে জানানো হয়েছে।