নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়া গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত যেসব সুপারিশ করেছিল, তার কিছুই এখানে নেই বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
ওই খসড়া গ্রহণ না করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, আমি এবং আমার ব্রাদার জাজরা আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় দেব।
আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং সরকারের যদি কোনো এক্সপার্ট থাকে, আপনারা আসেন, এটা নিয়ে রশি টানাটানি আর নয়। আমরা বৈঠকে বসবো।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত সপ্তাহে ওই গেজেট প্রকাশের জন্য ৩০ জুলাই পর্যন্ত সময় দিয়েছিল। সে অনুযায়ী রবিবার বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চে ওঠে। এরপর আগামী রবিবার বিষয়টি আদেশের জন্য রাখে আদালত।