ঢাকা: বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।বাংলাদেশের করা ২৫১ রানের জবাবে ১৮৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ৬৮ রানের জয় পায় স্বাগতিকরা।
৫০ রানের মধ্যে জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মাশরাফি ও আরাফাত সানি। তবে এরপর রেজিস চাকাবা ও সলোমন মিরে জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। বাংলাদেশের নাগাল থেকে ম্যাচ নিজেদের নাগালে নিয়ে যাচ্ছিলেন এই দুজন। তবে চাকাবাকে ফিরিয়ে বাংলাদেশকে ফের খেলায় ফেরান আল আমিন।
দলীয় ৫০ রানে ৪ উইকেট হারানোর পর চাকাবা-সলোমন মিরে মিলে ৬৫ রানের জুটি গড়েন। দলীয় ১১৫ রানের মাথায় আল আমিনের বলে মাশরাফিকে কট দিয়ে সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা চাকাবা। ৫৩ বলে ৩২ রান করেন তিনি।
দলীয় ১১৫ রানের মাথায় চাকাবা ফিরে গেলে চিগম্বুরাকে নিয়ে ফের প্রতিরোধ গড়ে তোলেন সলোমোন মিরে। তবে দলীয় ১৪০ রানের সময় প্রতিরোধ ভেঙে দেন সাকিব আল হাসান। তুলে নেন সলোমনকে (৫০)।
১৪০ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর বাংলাদেশের জয়ের পথটা মসৃণ হয়। তবে সপ্তম উইকেট জুটিতে পানিয়াঙ্গারা নিয়ে বাংলাদেশকে ভোগান্তি উপহার দেন চিগম্বুরা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন চিগম্বুরা। তবে দলীয় ১৭৭ রানের মাথায় চিগম্বুরাকে রান আউট করে সাগরিকা পাড়ে আবার আনন্দের ঢেউ তুলেন সাব্বির।
এর আগে রবিবার প্রথমে টসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফি মর্তুজা। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে টাইগাররা।
বাংলাদেশের পক্ষে তামিম ৭৬, আনামুল ৮০, সাকিব ০, মুশফিক ২৭, সাব্বির ০, মাহমুদুল্লাহ ১২, মুমিনুল (অপ.) ৩৩, মাশরাফি ৬ ও রুবেল হোসেন (অপ.) ৫ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ২টি, সাতারা ১টি, কামুনগোজি ২টি ও সিবান্দা ১টি করে উইকেট নিয়েছেন।
