জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, উন্নয়নের মহাসড়কে এখন শুধু পানি আর পানি। সরকার কথা কথায় বলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা তো দেখি এখন মহাসড়কে শুধু পানি আর পানি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপা ও এর অঙ্গ সংগঠনের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এক যৌথসভায় এরশাদ এসব কথা বলেন। এরশাদ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নেই। চারদিকে দুর্নীতি আর সন্ত্রাস। ব্যাংকের টাকা লুট হচ্ছে, কিন্তু সরকার কিছু করছে না। ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। চারদিকে অশান্তি। এর থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। এরশাদ বলেন, এখন দেশের সবকিছুতে জট লেগেছে। উন্নয়নে জট, শিক্ষায় জট, চাকরিতে জট। আওয়ামী লীগ ও বিএনপি এই জট লাগিয়েছে। জাতীয় পার্টিই পারে এই জট খুলে দেশের মানুষকে শান্তি দিতে।
আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বে জোট ৩০০ আসনে প্রার্থী দেবে বলেও ঘোষণা দেন এরশাদ।
সভায় বিরোধী দলের নেতা রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বা