গাজীপুর: স্বল্প সময়ে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নামে ৫দিন ব্যাপী কর্মশালা কর্পোরেশন হল রুমে উদ্বোধন হয়েছে।
রোববার সকাল ১১টায় জিসিসির নগর ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন সিটি মেয়র অধ্যাপক এম এ মন্নান।
জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পলিন টেমেসিস ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৩০ লক্ষ মানুষের বিশাল নগরী। এতে রয়েছে ২ হাজারের অধিক শিল্প কারখানা। তাই এতে নাগরিক সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সিটি কর্পোরেশনের স্বল্প জনবলকে বিপুল কর্মযঙ্গ সম্পাদন করতে হলে অধিক দক্ষ ও আন্তরিক হওয়ার বিকল্প নেই।
তিনি বলেন, চীন আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, বিশাল জনসংখ্যার এ দেশ ‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতির মাধ্যমে নাগরিক সেবা প্রদান করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
জনগণকে কাঙ্খিত সেবা দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ইউএনডিপির সহায়তা ‘ওয়ান স্টপ সার্ভিস’ পদ্ধতির প্রবর্তন করে এটির সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা স্বল্প সময়ে একই স্থান থেকে সেবা প্রত্যাশী জনগণকে আমরা কাঙ্খিত সেবা দিতে পারব।’
শুভেচ্ছা বক্তব্যে জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস’ হচ্ছে একই জায়গায় বসে সব ধরনের নাগরিক সেবা প্রদান। কাজটি খুব সহজ নয়। কারণ, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এখনও সেই মানে পৌঁছেনি। যেসব দেশ সেবা প্রদানের ক্ষেত্রে যত বেশী এগিয়েছে তারা তত বেশী উন্নত হয়েছে। আমাদেরকে পরিবর্তন আনতে হবে এবং সেবার মান বৃদ্ধি করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের নগারিকদের শিক্ষিত করতে পারি, কৃষির বিপ্লব ঘটাতে পারি এবং আমাদের সেবার মান বাড়াতে পারি তাহলে আমাদের উন্নয়নের স্লোগান দিতে হবে না। উন্নয়ন এমনিতেই ঘটবে।
কর্মশালার শুরুতে এশিয়া অঞ্চলের প্রধান আশিকুর রহমান, ইউএনডিপি চীনের প্রতিনিধি জিই জাং,ব্যাংককের প্রতিনিধি তাইমুর খিলজী, ‘ওয়ান স্টপ সার্ভিসের’ বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তার সহকর্মীরা একটি প্রমাণ্যচিত্র প্রদর্শনী করেন।
এছাড়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়ক একরামুল হক টিটু, নঁওগার পৌরসভার মেয়র মোঃ নাজমুল হক, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ।