সম্প্রতি নিজেদের দেশের মানচিত্রের ছবি দেখে বেজায় ক্ষোভ প্রকাশ করেছে চীনের লোকজন। কারণ, ভারতীয় একটি ম্যাগাজিনে চীনের মানচিত্র থেকে উড়ে গিয়েছে তিব্বত আর তাইওয়ান। সীমান্ত নিয়ে অশান্তির মাঝে এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ চীনের নাগরিকরা।
কলকাতা টুয়েন্টিফোরের খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই চীনা এক সংস্থার অনুষ্ঠানে অধিকৃত কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছিল। এবার ‘ইন্ডিয়া টুডে’র গত ৩১ জুলাইয়ের ইস্যুতে চীনের ওই মানচিত্র প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই চীনের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত মন্তব্য করছে। ভারত এবং ওই ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। পাকিস্তানে বেড়ে চলা চীনের বিনিয়োগ নিয়ে “China’s New Chick” শীর্ষক একটি কভার স্টোরি করা হয়েছে ওই পত্রিকায়। আর সেখানেই ব্যবহার করা হয়েছে ওই ছবি।