রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজি মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবদুল রাজ্জাক বেপারী (৫০) উপজেলার বরমী ইউনিয়নের মৃত আক্কাস আলী বেপারীর ছেলে। তিনি বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার সহযোগী হলেন মো.নজরুল ইসলাম (৩৫)। তিনি একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
শনিবার রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদে উপজেলার বরমী নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক বেপারী চাঁদাবাজি করে শ্রীপুর টু বরমী সড়কের ঠিকাদার প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স এর ব্যবস্থাপক রাজীব দাশের কাছে। তিনি চাঁজা দিতে রাজি না হওয়া ওই ব্যবস্থাককে মারধর করে তাঁর সঙ্গোপাঙ্গোরা। এদিন রাতেই রাজীব দাশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। সে মামলায় এক সহযোগিসহ সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।