খুলনা-বেনাপোল-কলকাতা রুটে আগামী ৩ আগস্ট থেকে নিয়মিত আন্তঃদেশীয় দ্বিতীয় মৈত্রী ট্রেন চলাচল শুরুর কথা ছিল। দুই দেশের রেল মন্ত্রণালয়ের বৈঠকে তারিখটি চূড়ান্ত করা হয়। তবে নিরাপত্তার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ভারতের রেল বোর্ড মনে করছে, এর আগে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর পর অতিরিক্ত ভিড় হয়েছে। তা নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিলো না। নিরাপত্তা নিশ্চিত করেই পরে এ রুটে দ্বিতীয় ট্রেন চলবে।
ভারতীয় রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী বগি ও ইঞ্জিন স্বল্পতার কারণে শুরুতে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় ইঞ্জিন ও রেক দিয়ে চলাচল করবে। ট্রেনটি চালু হলে খুলনা-কলকাতা ১৫০ কিলোমিটার রেলপথ মাত্র তিন ঘণ্টায় যাতায়াত সম্ভব হবে। এটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।