কাপাসিয়ায় কৃষক ও বিনোদনের প্রামাণ্য চিত্র প্রর্দশন।

Slider গ্রাম বাংলা

 

received_1440523735995041

মাসুদ পারভেজ কাপাসিয়া প্রতিনিধি,  বিটিভি ও আর এফ এল এর সৌজন্য আজ কাপাসিয়ায় কৃষক ও বিনোদন প্রমান্য চিত্র প্রর্দশন উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর (৪)কাপাসিয়ার এম,পি বংগ তাজ কন্যা সিমিন হুসেন রিমি, আর ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড.লস্কর মিঠু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এম,পি শহিদুল্লাহ আহমেদ , কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক, রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই,উপজেলা যুবলীগ সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাখাওয়াত হুসেন প্রধান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল  কাইয়ুম, সাধারণ সম্পাদক সৈকত,ও সাধারন জনগন। এ সময় সবাই অনুষ্ঠান টি মনযোগ সহ কারে উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *