‘সেরা বাঙালী‘ পুরস্কার নিতে বিকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মাশরাফি বিন মুর্তজার। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভারতের বহুলপঠিত সংবাদপত্র দৈনিক আনন্দবাজার প্রতি বছর দিয়ে থাকে ‘সেরা বাঙালী’ পুরস্কার। ২০১৭’র সেরা বাঙালী পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামীকাল কলকাতায় এক অনুষ্ঠানে মাশরাফির হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা মাঠে অনুশীলনের ফাঁকে মাশরাপি বিন মুৃর্তজা বলেন, এমন পুরস্কার কাজের ক্ষেত্রে মনোযোগ উদ্দীপনা বাড়ায়। কলকাতায় পুরস্কারগ্রহণ শেষে আগামী মঙ্গলবার দেশে ফেরার কথা মাশরাফির। সেরা বাঙালী পুরস্কারে ভ’ষিত হওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৭-এ এমন গৌরব কুড়ান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আর ২০১২তে এ পুরস্কারে ভূষিত হন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।