সবশেষ এবারের রমজানের ঈদে ‘বস টু’ ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন নুসরাত ফারিয়া। বাবা যাদব পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। এছাড়া ৩১শে মে কলকাতায় অনুষ্ঠিত টেলিভিশনে অ্যাওয়ার্ডের ১৬তম আসরেও পারফর্ম করেন ফারিয়া। বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখান থেকে বেশকিছু ছবিও ফেসবুকে আপলোড করতে দেখা গেছে তাকে। মুঠোফোনে ফারিয়া মানবজমিনকে বলেন, চারদিন হলো থাইল্যান্ড এসেছি। তবে কোনো শুটিংয়ের কাজে না। আগে তো শুটিংয়ে আসা হয়েছিল। এবার ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। কাজ নেই, শুধু ঘুরে বেড়ানো, শপিং ও আড্ডা দিচ্ছি। শোবিজের রঙিন দুনিয়ার পাকাপোক্ত বাসিন্দা হয়ে উঠলেও অন্য অনেকের মতো পড়াশোনা থেকে সরে আসেননি নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি আইনের ছাত্রী। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘স্কুল অব ল’ বিভাগে পড়ছেন। আইন বিষয়েই উচ্চতর ডিগ্রি নেয়ার ইচ্ছা রয়েছে বলে জানালেন তিনি। বৃটিশ কাউন্সিলের অধীনে সম্প্রতি এ বিষয়ে পরীক্ষাও দিয়েছেন। আর পরীক্ষা শেষ করেই অবসর পেয়ে থাইল্যান্ড ঘুরতে গেছেন। ২০১৫ সালে ভারতের আশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজের পরিচালনায় ‘আশিকী’ ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘বস টু’ ছবিগুলো মুক্তি পেয়েছে ফারিয়ার। মডেলিং ও উপস্থাপনায় দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এ সুন্দরী। বিজ্ঞাপনচিত্রে গ্ল্যামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইল দিয়ে দর্শককে প্রতিনিয়তই মুগ্ধ করে চলেছেন তিনি। সেই সঙ্গে টোলপড়া গালের মায়াভরা হাসি ও সুমিষ্ট কণ্ঠের জাদু তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছে। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা, ঢাকায় অনুষ্ঠিত বলিউডের
তারকা শিল্পী সুনিধি চৌহানের লাইভ কনসার্টসহ বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। তবে বর্তমানে বড় পর্দা নিয়েই ব্যস্ত রয়েছেন ফারিয়া। শিগগিরই নতুন ছবির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি অনেক ছবি একসঙ্গে করতে চাই না। একটু ভেবে-চিন্তেই সামনের কাজগুলো করতে চাই। আর ছবি নির্বাচনের ক্ষেত্রেও সচেতন হবো। আমার কাছে আমার দর্শক খুবই গুরুত্বপূর্ণ। নুসরাত ফারিয়ার অভিনয়ে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বস টু’। যৌথ প্রযোজনার এ ছবিটি দুই বাংলাতেই বেশ ব্যবসাসফল হয়েছে। আর এতে ফারিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দারুণভাবে। ফারিয়া বলেন, এ ছবি মুক্তির পর অনেক ফোনকল ও এসএমএস পেয়েছি। বাংলাদেশ ও ভারতে বেশ সাড়া পেয়েছি আমি। এ ছবির মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এর আগের বছরের ঈদে জিতের বিপরীতে ‘বাদশা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘বস টু’ ছবিতে আরো একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। গেল ঈদে বাংলাদেশে ১১২টি সিনেমা হলে ‘বস টু’ মুক্তি পায়। নতুন ছবির খবর জানতে চাইলে ফারিয়া বলেন, এখনই এ বিষয়ে বলতে চাই না। একটু
সময় নিয়েই খবরটা জানাতে চাই। আর নিজের প্রস্তুতির জন্য সময়ও প্রয়োজন আমার। ভুল কাজ করে দর্শকের মন নষ্ট করতে চাই না। ঈদ তো কিছুদিন আগেই শেষ হলো। তাই ভেবে-চিন্তে নতুন ছবির কাজ শুরু করবো। আর বছরে একটি ভালো কাজ হলেও দর্শকের জন্য করতে চাই। এ পর্যন্ত যৌথ প্রযোজনার ছবিতেই কাজ করেছেন ফারিয়া। এজন্য ঢাকার দর্শকদের পাশাপাশি ভারতের দর্শকরাও তাকে চিনেছেন। তাই তার কাছে জানতে চাওয়া হয় নতুন ছবিও কি হবে যৌথ প্রযোজনায়? এ প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, আমি অভিনয়শিল্পী। আমার কাজ স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করা। তবে শুধু যৌথ প্রযোজনা নয়, ঢাকার লোকাল প্রোডাকশনেও কাজের ইচ্ছা রয়েছে আমার