রানের পাহাড়ে ভারত। শ্রীলঙ্কার উপরে ৬০০ রানের পাহাড় চাপিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও বেশ বেকায়দায় শ্রীলঙ্কা। তার মধ্যেই কোহলির কাণ্ড নিয়ে জোর চর্চা ক্রিকেট মহলে। ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে একসময় বেশ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সেই সময়ই ঘটে কোহলির সেই কাণ্ড।
উমেশ যাদব তৃতীয় সেশনে যখন বল করছিলেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৬৩/১। ব্যাট করছিলেন গুনাথিলাকে ও থারাঙ্গা। সেই ওভারেই উমেশের একটা হাফভলিতে সপাটে ড্রাইভ করেন থারাঙ্গা।
কোহলি বল তাড়া করেও ধরতে পারেননি। তাকে ফাঁকি দিয়েই বল স্পর্শ করে ফেলে বাউন্ডারি। সেই সময় ধেয়ে আসা বল ধরতে বাউন্ডারি দড়ির বাইরে অপেক্ষা করছিল এক বালক। বল না ধরতে পারার হতাশায় কোহলি সেই বালককে লাথি মেরে বসেন। এসময় মঠের দর্শক এবং খেলোয়াড়রা রীতমত অবাক হয়ে যান।
অন্যদিকে ভারতের প্রথম ইনিংসে ৬০০ রানের জবাবে মোটেই স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। ফলো অনের আতঙ্ক তাড়া করছে লঙ্কান ক্রিকেটারদের। ৭ রানে প্রথম উইকেট হারাতে হলেও দ্বিতীয় উইকেটে গুনাথিলাকে ও থারাঙ্গা ৬১ রানের পার্টনারশিপ গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে গুনাথিলাকে আউট হওয়ার পর নির্দিষ্ট রানের ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। আপাতত লঙ্কানরা ১৫৪ তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। সূত্র: এবেলা