শারীরিক সম্পর্কে স্ত্রীর অসম্মতি স্বামীর জন্য নিগ্রহের শামিল বলে মন্ত্রব্য করেছেন এক মালয়েশিয়ান পার্লামেন্ট সদস্য।
বুধবার পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় চে মোহাম্মদ জুলকিফলি জুসহ এ মন্তব্য করেন।
প্রবীণ এ সংসদ সদস্য বলেন, শারীরিক অত্যাচারের চাইতে মানসিক অত্যাচার অনেক বেশি কষ্টকর। তিনি বলেন, নারীদের তুলনায় পুরুষদের শক্তিশালী বলে মনে করা হয়। তবে এমন উদাহরণও আছে, যেখানে স্ত্রী তার স্বামীকে চরমভাবে অত্যাচার ও নির্যাতন করেন।
তার এমন বক্তব্যে দেশটির পুরুষেরা আশা খুঁজে পেলেও নারী অধিকার সংগঠনগুলো অবশ্য বেজায় ক্ষেপেছে। তাদের মতে, প্রবীণ এই সংসদ সদস্য এখনও পুরনো যুগেই পড়ে রয়েছেন।
এ বিষয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মারিনা মাহতির বলেন, ‘আগে মনে করা হত, পুরুষেরা বিয়ে করলেই বুঝি স্ত্রীকে অধিকার করে নিলেন। তাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন। তবে দিন বদলে গেছে!’ তিনি আরও বলেন, ‘যৌন সম্পর্কে জড়াবেন কিনা তা বলার অধিকার নারীদেরও আছে। ’