শাহরুখের সঙ্গে রোমান্স করা সহজ : আনুশকা

Slider বিনোদন ও মিডিয়া

khan_1

বলিউডের বাদশা শাহরুখ খান নাকি স্ক্রিনে অত্যন্ত স্বাভাবিক। আর এই স্বাভাবিকত্বই ‘জব হ্যারি মেট সেজলে’ আনুশকা শর্মাকে তার সঙ্গে রোমান্স করতে সাহায্য করেছে।

এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি এই জুটির তৃতীয় ছবি জব হ্যারি মেট সেজলের একটি গান মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছিলেন আনুশকা ও শাহরুখ। সেখানে ছিলেন পরিচালক ইমতিয়াজ আলিও।

এর আগে শাহরুখের সঙ্গেই রব নে বনা দি জোড়ি দিয়ে বলিউডে পা রাখেন আনুশকা। তারপর তারা একসঙ্গে করেন জব তক হ্যায় জান।

আনুশকার কথায়, শাহরুখের সঙ্গে রোমান্স করা অসম্ভব সহজ। ছবির গান দেখলেই বোঝা যাবে, যখন তিনি প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছেন, তখন তার চোখের মধ্যে অসাধারণ স্বাভাবিকত্ব আছে।

শাহরুখ চাইলে একটা মাইকের সঙ্গেও রোমান্স করতে পারেন বলে মনে করেন আনুশকা।

তিনি বলেন, বিশ্বের সেরা সুন্দরীর দিকে এসআরকে যে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকান, সেই একইভাবে প্রাণহীন মাইক্রোফোনের দিকেও তাকাতে পারেন তিনি।

জবাবে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, ততক্ষণই, যতক্ষণ তুমি ধরে থাকছ মাইকটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *