মানুষের আবেগ বুঝতে সক্ষম রোবট ‘পিপার’

বিচিত্র
image_154416.lpaper2মানুষের আবেগ অনুভূতি ইত্যাদি এবার বুঝতে পারছে রোবটও। জাপানি বিজ্ঞানীরা মানুষের আবেগ অনুভূতি তৈরির এ রোবট নির্মাণ করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পিপার নামে এ রোবট বিজ্ঞানীদের কাছে মানুষের আবেগের বিষয় তুলে ধরতে সহায়তা করছে।
পিপার বিষয়ে জুলিয়েন গ্রির নামে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও ইউনিভার্সিটি অব টেক্সাসের লেকচারার লিখেছেন, কিছু শারীরিক অঙ্গভঙ্গি যেমন হাসি একই সঙ্গে সুখী ও রাগী অনুভূতি প্রকাশ করে।
গ্রির বলেন, ‘রোবটের ক্ষেত্রে অধিকাংশ মানুষেরই ধারণা এটা ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের বিষয়। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি একদিন এটি আমাদের নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হবে।’
এ বছরের জুন মাসে জাপানে রোবটটি উদ্বোধন করা হয়েছে। এর নির্মাতা সফটব্যাংক জানিয়েছে, তাদের উদ্দেশ্য কার্যকর রোবট বানানো, যা মানুষকে আনন্দ দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *