আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী র‌্যালী ও সভা

Slider গ্রাম বাংলা

Agailjhara Photo- 26-07-17 (1)
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০১৭ ইং উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১টায় উপজেলা চত্বর থেকে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার বাদশা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, এনজিও প্রতিনিধি কাজল দাশগুপ্ত, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। বক্তারা আগৈলঝাড়ার পয়সারহাট মাদক পাচারের একটি নিরাপদ ট্রানজিট উল্লেখ করে তা প্রতিহত করার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মাদক নির্মূলের জন্য কতিপয় মাদকসেবী ও ব্যবসায়ী সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *