বলিউডে সৌন্দর্যের উঠলে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন মধুবালা। সাদা-কালো পর্দাতেও ঝলসে উঠত তাঁর চোখের চাহনি। মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকর। আজ আর সেই মুঘল-ই-আজম-এর সময়টা নেই। কিন্তু রয়ে গেছে মধুবালার মুগ্ধতা। এবার তা পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাকে সরাসরি দেখতে পাবেন দর্শক। তার পাশে দাড়িয়ে নিতে পারবেন সেলফি। এ কেমন করে সম্ভব? সম্ভব মাদাম তুসোর মিউজিয়ামের সৌজন্যে। এবার মধুবালার মোমের মূর্তি তৈরি করতে চলেছেন মাদাম তুসোর কারিগররা। খুব শিগগিরিই তা সাধারণ দর্শকদের সামনে আনা হবে। আর মধুবালার এই মূর্তি দেখার জন্য কিংবা তার সঙ্গে সেলফি তোলার জন্য ভারতীয় দর্শকদের পাসপোর্টের প্রয়োজন নেই। কারণ নতুন এই মূর্তিটি রাখা হবে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে। যা রাজধানীর রিগ্যাল বিল্ডিংয়ের কিছুটা অংশ নিয়ে তৈরি করা হচ্ছে। শুধু মধুবালার মূর্তিই নয় অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান,আশা ভোঁসলের মতো সেলিব্রিটিদের মূর্তি রাখা হবে এই মিউজিয়ামে। প্রাথমিকভাবে ৫০ জন তারকার মূর্তি রাখা হবে। তবে পরে গুরুত্ব অনুযায়ী এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মারলিন এন্টারটেনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার অংশুল জৈন। দিল্লির মিউজিয়ামে তারকার মূর্তিগুলি ছুঁয়েও দেখতে পারবেন দর্শকরা। চাইলে তারকাদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন। আর এর জন্য মূর্তিগুলির কোনও ক্ষতি হলে তা সেদিনই ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।