প্রধানমন্ত্রীকে দেয়া স্কুলের তালিকা গায়েব

Slider গ্রাম বাংলা

investigationস্কুল জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য দেয়া প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয় খুঁজে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে তালিকা খুঁজে না পেলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য বিভিন্ন সময় এমপিরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে স্কুলের তালিকা দিয়েছিলেন। সেই তালিকা পর্যালোচনা করতে বার বার তাগাদা দেওয়ার পর মন্ত্রণালয় জানায় তালিকাটি খুঁজে পাচ্ছে না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *