হিজবুল মুজাহিদিন ভারতের যেকোনো জায়গা টার্গেট করতে পারে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটির প্রধান সাঈদ সালাউদ্দিন।
মঙ্গলবার লোকসভায় একটি লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী হনসরাজ আহির এই তথ্য জানান। একই সঙ্গে এই জঙ্গি সংগঠনটি পাকিস্তানের থেকে লজিস্টিক সাপোর্ট পেয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
মন্ত্রী আহির আরও জানিয়েছেন, সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টারের সময় উদ্ধার হওয়া বেশ কিছু অস্ত্র যে বিদেশী(পাক) তা বোঝা যাচ্ছে৷
উল্লেখ্য, গত মাসে সালাউদ্দিনকে ‘গ্লোবাল টেররিস্ট’ বলে তকমা দিয়েছিল আমেরিকা। আর সেই সালাউদ্দিনই নাকি স্পষ্ট জানিয়েছে ভারতের যেকোনো স্থানে যেকোনো সময় হামলা করতে পারে হিজবুল গোষ্ঠী।
অন্য একটি প্রসঙ্গে বলতে গিয়ে আহির বলেন, ২০১৭ সালে ১৬ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে ১০৪ জন জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনারা।