আমরা নিজেদের সাজিয়ে গুজিয়ে রাখতে, যত্ন নিতে অনেক জিনিস বছরের পর বছর ব্যবহার করতে থাকি। পছন্দের পারফিউম হয়তো বছরের পর বছর রেখে দেই, অথবা কম ব্যবহার করি। অথবা রানিং শু অনেক দিন রেখে দেই। আসুন জেনে নেই এগুলো কতদিন পরে বদলানো উচিত।
পারফিউম: যেই সব পারফিউমে এসেনশিয়াল অয়েল থাকে, সেগুলো ৩ বছর পর্যন্ত ভাল থাকে। যদি সিল খোলা না হয়। সিল খুলে ব্যবহার করলে ২ বছর পর্যন্ত ঠিক থাকে। তার বেশি নয়।
রানিং শু: ২৫০-৩০০ মাইল দৌড়ানোর পরই রানিং শু-র কুশনিং নষ্ট হতে থাকে। তাই ১ বছরের বেশি কোন রানিং শু ব্যবহার করা উচিত না।
হেয়ার ব্রাশ: বছরের পর বছর একই হেয়ার ব্রাশ ব্যবহার করলে খুব ভুল করবেন। ১ বছরের বেশি কোনও হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত নয়। প্রতি সপ্তাহে অবশ্যই পরিষ্কার করুন।
বেবি কার সিট: অনেক সময়ই আমরা নিজেদের বাচ্চা বড় হয়ে গেলে ওদের ব্যবহৃত বেবি কার সিট অন্য বাচ্চাদের দিয়ে দিই। বেবি কার সিটের ফোম ও প্লাস্টিক ৬-১০ বছর পর্যন্ত ভাল থাকে। তারপর নষ্ট হতে শুরু করলে আর বাচ্চাদের সুরক্ষা দিতে পারে না।