অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দলের প্রস্তুতি সভা গতকাল সকালে উপজেলা সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, আওয়ামীলীগ নেতা আওলাদ কাজী, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ। সভায় আগামী ২৭জুলাই বর্ণাঢ্য আয়োজনে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।