যা কিছুক্ষণ পরই প্রকাশিতব্য
তা গোপন করতেই আপনি শশব্যস্ত
অথচ যেটি কক্ষনই প্রকাশযোগ্য নয়
সেটিই করে রেখেছেন উলঙ্গ!
যে হয়ে উঠেছে দুর্নিরোধ্য
সদাই করে চলেছেন তারই আরাধ্য
যখনি আপনি অসহায় তখনি কবি সহায়
আজ যে তার বড়ই দু: সময়!
সত্যিই কবি হতবাক, হয়ে গেছে নির্বাক
যেভাবে করেছেন অপঘাত
তাতে নিরবয়ব বুঝেছিল শতভাগ
আসলেই আপনি মুখোপাধ্যায়!
নিজের ভাবনা সর্বদিকে সঠিক
শতভাগ নির্ভুলতম হরহামেশাই হয়না
আপনি জ্ঞানী, গুনত, সদালাপকারী
আসলেই আপনি জ্ঞানপাপী, আত্ম অহংকারী!
জানেন কি মহাজন?
এত ধানে, কত চাল?
কতদিন পর হবে আকাল?
তোমা হতে প্রত্যয়ন, চায়না এ অধ্যয়ন
এ যে সত্যদর্শী উপলব্ধ জ্ঞান।