উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই- এমপি গোপাল

Slider গ্রাম বাংলা

 

 

Dinajpur- 24.07.17 (1)এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই।
২৩ জুলাই রোববার সন্ধায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন ও ৩নং মুকুন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড’র উদ্বোধন এর শেষে মিত্রবাঢী গ্রামে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করবে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হাওয়া ভবন পূণঃপ্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে। আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক ও সভাপতি আলহাজ্ব মো. মাজেদুর রহমান খোকন এর সভাপতিত্বে বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী আব্দুল মান্নাফ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাহারোল সাব-জোনাল অফিসে এজিএম মো. রুবেল হোসেন, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সুশিল চন্দ্র রায় ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।
বিশাল জনসভাটির পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আজিজুল ইসলাম।
জনসভায় পূর্বে ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মিত্রবাঢী গ্রামের ১২ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ৬৩টি বাড়িতে বিদ্যুতায়নে উদ্বোধন ও ৩নং মুকুন্দ্রপুর ইউনিয়নের ঢিপিকুড়া গ্রামে ১২ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ৭০টি বাড়িতে বিদ্যুতায়নে উদ্বোধন, কান্তজিউ মন্দির-নোধাবাড়ী আবাসন ভায়া নয়াবাদ মসজিদ পর্যন্ত ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৫শ মিটার পাকারাস্তার উদ্বোধন, ঢেপিকুড়া থেকে ইটাখোলা পর্যন্ত ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৫শ মিটার রাস্তা বি.সি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন, সরঞ্জা থেকে পৌরিয়া পর্যন্ত ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৭শ মিটার রাস্তার বি.সি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন ও মুটুনিহাট হতে ক্লাবের মোড় যাওয়ার সাহাপাড়া হাড়িঘাটের উপর ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ব্রীজ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *