এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় জান্নাতুল নাইমা ইতি (২০) নামে এক শিক্ষার্থী রাজধানীর মগবাজার এলাকায় উকুন মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ইতি বাগেরহাটের রামপাল উপজেলার বাশতলী গ্রামের শেখ আবদুল খালেকের মেয়ে। পরীক্ষার কিছুদিন পর বড় বোন নাসরিনের মগবাজার আমবাগান বাসায় বেড়াতে আসে সে। আজ এইচএসসির রেজাল্ট দেওয়ার পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় উকুন মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।