ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত সামগ্রিক চুক্তি সম্পাদনের সময়সীমা ঘনিয়ে আসবার প্রেক্ষিতে ভিয়েনায় ইরান এবং বিশ্ব শক্তিধর দেশগুলির মধ্যে রুদ্ধদ্বার আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে নুতন দফা আলোচনার আগে টেলিফোনে আন্তর্জাতিক শরিকদল এবং ওয়াশিংটনে তার সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মি. কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব শক্তিধর দেশসমূহ, যেমন চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ২৪ নভেম্বর চূড়ান্ত সময়সীমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছে এবং এই সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
সূত্র : ভিওএ
মি. কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব শক্তিধর দেশসমূহ, যেমন চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ২৪ নভেম্বর চূড়ান্ত সময়সীমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছে এবং এই সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
সূত্র : ভিওএ