জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল গ্রহণ করা হবে কি না এই মর্মে আগামীকাল সোমবার আদেশ প্রদান করবেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে বেগম জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এ জে মোহাম্মাদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
খালেদা জিয়ার লিভ টু আপিল গ্রহণ করা হবে কি না এ বিষয়ে দীর্ঘ চার দিন শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য দিন ধার্য করা হয়।
আদালতে বেগম জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এ জে মোহাম্মাদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
খালেদা জিয়ার লিভ টু আপিল গ্রহণ করা হবে কি না এ বিষয়ে দীর্ঘ চার দিন শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য দিন ধার্য করা হয়।