দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেনি।
বোর্ড সূত্রে জানা যায়, ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হলো গাইবান্দা জেলার সাগাটা উপজেলার জুমাবাড়ী মহিলা কলেজে ১৯জন ও কামালার পাড়া কলেজে ৯জন, নীলফামারী জেলার সদরের রামগঞ্জ কলেজে ৬জন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেটরাই এ জে কলেজে ৪জন, লালমনিরহাট জেলার আদিতমারির কুমরি হাট এস সি স্কুল এন্ড কলেজে ৪জন, রংপুর জেলার পীরগাছা উপজেলার তামবুলপুর কলেজে ৩জন, লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার নামুড়ি হাই স্কুল এন্ড কলেজে ৩জন ও মহিশাশাহার স্কুল এন্ড কলেজে ৩জন, রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আদর্শ স্কুল এন্ড কলেজে ২জন, গাইবান্দা জেলার সুন্দগঞ্জের শোভাগঞ্জ উইমেন’স মডেল কলেজে ২জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের বড়জান নয়া কলেজে ২জন, ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রাতনাল বাগুলা বাড়ি হাই স্কুল এন্ড কলেজে ২জন, রংপুরের পীরগঞ্জ উপজেলার মহিসা বেগম রোকেয়া কলেজে ১জন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার দোলডাঙ্গা স্কুল এন্ড কলেজে ১জন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারিটোলা আদর্শ কলেজে ১জন, ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলিজিয়েট স্কুল এন্ড কলেজে ১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ ব্যাপারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব কলেজকে শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।