গাজীপুর, ২৩ জুলাই ২০১৭: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার অন্যতম রূপকার বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুলাই (রবিবার) গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা শিশুদের জন্য এক আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে।
এদিন সকালে কচি-কাঁচা একাডেমির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। আলোচনা সভার পর ‘তাজউদ্দিন আহমদের জীবন ও কর্ম’ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার সাথীভাই অমিতাভ হালদারের সঞ্চালনায় উন্মুক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১০টি প্রশ্নের সঠিক উত্তরদাতা শিশুদেরকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলো- মোঃ শওকত হোসেন, মোঃ সাকিবুল হাসান, সাবরিনা জামান পৃথা, মোঃ রকিবুল ইসলাম, মোঃ ইয়াছিন প্রামানিক, মোঃ সিফাত মাহমুদ, মোঃ মহিউদ্দিন ভূইয়া, ফারহানা ফারিয়া পুষ্প, মেহজাবিন নূর নূহা ও জনি।
বার্তা প্রেরক
(সিরাজুল হক)
সংগঠক
রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি কাঁচার মেলা