২৪শে জুলাই থেকে ফল পুন:নিরীক্ষা করা যাবে

Slider গ্রাম বাংলা শিক্ষা

75371_PPPPআগামী ২৪শে জুলাই থেকে পরীক্ষার্থীরা ফলাফল চ্যালেঞ্জ করে পুন:নিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০শে জুলাই পর্যন্ত। শুধুমাত্র মোবাইল অপারেটর টেলিটক সংযোগ থেকে পুন:নিরীক্ষার আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার্থীকে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আগ্রহী হলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পুনরায় এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। দশটি বোর্ডে গড় পাশের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *