প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় এই পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর দেড়টায়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এর ফলাফল প্রকাশ করা হবে। এ ফলাফলের ভিত্তিতেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা, ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার পরিবেশ পরিচিতি সমাজ এবং পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর বুধবার আরবি, ২৭ নভেম্বর বৃহস্পতিবার কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্রছাত্রী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৪৪৮ ও ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন। এবারের এ দুই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। এবার সারা দেশের ৬৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা ছাড়া, প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এর ফলাফল প্রকাশ করা হবে। এ ফলাফলের ভিত্তিতেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা, ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ নভেম্বর রবিবার ইংরেজি, ২৪ নভেম্বর সোমবার বাংলা, ২৫ নভেম্বর মঙ্গলবার পরিবেশ পরিচিতি সমাজ এবং পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর বুধবার আরবি, ২৭ নভেম্বর বৃহস্পতিবার কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্রছাত্রী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৪৪৮ ও ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন। এবারের এ দুই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। এবার সারা দেশের ৬৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা ছাড়া, প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।