ব্রিটিশ রাজবধূ ডায়নার ২০তম মৃত্যুবার্ষকী আগামী ৩১ আগস্ট। এটিকে লক্ষ্য করেই নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘ডায়ানা, আওয়ার মাদার : হার লাইফ অ্যান্ড লেগেসি’। এতে ডায়ানাকে নিয়ে কথা বলেছেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। মাকে নিয়ে তাদের কথোপকথনই এ প্রামাণ্যচিত্রের মূল বিষয়বস্তু।
১৯৯৭ সালের ৩০ আগস্ট রাতে ১৫ বছরের উইলিয়াম ও ১২ বছরের হ্যারির সঙ্গে শেষ বার ফোনে কথা বলেন ডায়ানা। উইলিয়াম-হ্যারি তখন চাচাতো ভাই-বোনের সঙ্গে খেলায় ব্যস্ত। মাকে খুব দ্রুত ‘বিদায়’ বলে ফোন রাখেন তারা। এর কয়েকঘণ্টা পরেই ডায়ানার মৃত্যুসংবাদ আসে।
এ নিয়ে প্রিন্স উইলিয়াম প্রামণ্যচিত্রটিতে বলেন, ‘তাকে বিদায় বলতেই আমি ও হ্যারি বেশি ব্যস্ত ছিলাম। বলেছিলাম পরে দেখা হবে। কিন্তু আমি যদি জানতাম কী ঘটতে যাচ্ছে তাহলে আর যাই করতাম না কেন, এটা করতাম না। অনেক সময় পেরিয়ে গেলে এখনো এটি আমার মনে গেঁথে আছে। খুব ভালোভাবেই গেঁথে আছে। ‘ সূত্র : এনবিসি