সিনিয়র অভিনেতা ফারুকের মনের বরফ গলেছে। শাকিবের প্রতি তিনি এবার সদয় হয়েছেন। নিয়মনীতিহীন যৌথ প্রযোজনার ছবিতে কাজ করা ও শাকিবের নানা বক্তব্যে ক্ষেপেছে চলচ্চিত্র পরিবার। এসব বক্তব্যের মধ্যে অভিনেতা ফারুককে পরোক্ষভাবে ইঙ্গিত করে শাকিবের মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এসব নিয়ে চলচ্চিত্র পরিবার উকিল নোটিসও পাঠিয়েছে শাকিব খানকে। বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত শাকিবকে নিয়ে কাজ না করার জন্য চলচ্চিত্র পরিবার একমতও হয়েছে। এ নিয়ে ফারুকও কিন্তু মনে কম কষ্ট পাননি। শেষ পর্যন্ত চলচ্চিত্র শিল্পের স্বার্থের কথা ভেবে বিষয়টি নিয়ে কাদা ছোড়াছুড়ি না করে, দ্রুত উভয় পক্ষকে একসঙ্গে বসে সমস্যার সমাধান করে ফেলার কথা বলেছেন ফারুক। তার কথায়— এটা সবার জন্য ভালো হবে। সবচেয়ে বড় কথা চলচ্চিত্র শিল্পের মঙ্গল হবে। শাকিবের ইতিবাচক দিক বিবেচনা করে তিনি বলেন, পরিচালকদের ভাবা উচিত, শাকিব আমাদের ছেলে। আর শাকিবেরও ভাবা উচিত, তারা আমাদেরই লোক। আমরা যে যাই বলি না কেন, শাকিব তো ছবি ছেড়ে দেবে না। তার হাতে অনেক ছবি রয়েছে। শাকিবের কাজ করার ক্ষমতাও আছে। এখন দরকার চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়া। কখন কে কী বলল বা বলল না— এসব মনে না রেখে বোঝা উচিত একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সব সমস্যার সমাধান করে আবার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে চলচ্চিত্র জগতেরই ক্ষতি হবে।