ক্রমশই উত্তেজনা বাড়ছে ভারত-চীনের মধ্যে। নজিরবিহীনভাবে সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে এই দুই দেশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকদিন কার্যত দ্বিগুণ হচ্ছে উত্তেজনা। এবার আরও একধাপ এগিয়ে পরিস্থিতি আরও জটিল করে সীমান্তে আরও সেনা মোতায়েন করছে চীন।
জানা গেছে, ভারত-চীন সীমান্তে নতুন করে আরও ৫ হাজার সেনা মোতায়েন করেছে চীন। শুধু তাই নয়, সেনার পাশাপাশি চীন প্রচুর পরিমাণে সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে সীমান্তে। কি কারণে সীমান্তে চিনের এত প্রস্তুতি তাই নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক।
প্রসঙ্গত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ব্রিকস বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন। তার এই সফরের আগেই চীনের এই রণসজ্জা যথেষ্ট ভাবিয়ে তুলছে ভারতের সামরিক পর্যবেক্ষকদের।