হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাস দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। চলতি মাসের ১৩ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ভাঙচুরের ঘটনায় সিলেট এমসি কলেজ হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
ছাত্রাবাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে কেউ নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের মেসে উঠেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ শিক্ষার্থী বলেন- ‘ছাত্রাবাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আমরা সাধারণ ছাত্ররা খুব সমস্যায় রয়েছি। কয়েকদিন পরেই আমাদের পরীক্ষা। এই মুহূর্তে বন্ধুবান্ধবের মেসে থেকে পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না।’
তাদের দাবি দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়া হোক।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে এমসি কলেজ ছাত্রবাসের হোস্টেল সুপার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন- ‘এমসি কলেজ ছাত্রাবাস কবে খুলছে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ রবিবার সভার মাধ্যমে সিদ্ধান্ত নিবে। ওই সভার পরই ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’