হলিউড ও বলিউডের আলোচিত তারকা সানি লিওনের মা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। একটি ইংলিশ দৈনিক আয়োজিত ফেসবুক লাইভে নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি এ কথা জানান। সানি লিওন বলেন, ‘আমি যদি জীবনে কখনো সন্তান লাভের সৌভাগ্য অর্জন করি, তবে ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ থাকব।’ স্বামী ড্যানিয়েল ওয়েবারের মাধ্যমেই সন্তান প্রত্যাশা করেন সাবেক এই পর্নস্টার। অবশ্য সানি স্পষ্টভাবে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এখনই মা হতে চাই। কিন্তু আমি এখনো এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।’ শিশুদের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে সানি লিওনের। তেমনই এক অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘একবার একটা শিশু আমার কোলে এত আদর পেয়েছে যে, নিজের মায়ের কাছেই যেতে চাইছিল না।’ তবে ঠিক কী কারণে মা হতে পারবেন না তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি। সূত্র: জি-নিউজ