চেলসি ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ সেই মরিনহোই আগামী ১৫ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদে থাকতে চান। সম্প্রতি ইএসপিএনকে দেয়া সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন এ কোচ।
পর্তুগিজ এ কোচ সাধারণত কোনো ক্লাবেই একটানা বেশিদিন থাকেননি। তিন বছর মেয়াদী চুক্তিতে তিনি ম্যানইউর দায়িত্ব নিয়েছেন গত বছরের মে মাসে। তবে ২০২০ সাল পর্যন্ত মরিনহোকে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে ধরে রাখার দ্বারও খোলা রাখা হয়েছে চুক্তিপত্রে।
শিষ্যদের নিয়ে মরিনহো এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আগামীকাল সকাল ৮টায় হিউস্টনে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানইউ। নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে মরিনহো বলেন, ‘আমি প্রস্তুত। আগামী ১৫ বছরের জন্য প্রস্তুত। এখানে (ম্যানইউ)? হ্যাঁ, কেন নয়?’