কক্সবাজারে হোটেল থেকে ১৮ জন মালয়েশিয়াগামী উদ্ধার

বাংলার আদালত
image_154093.arrest logo 1কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে সাগরপাড়ের হোটেল সী হ্যাভেন থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হচ্ছে যথাক্রমে ঝিনাইদহের ধোপাবিলির মোঃ জাহাঙ্গীর (৩০), আশরাফুল (৩২),  লাল চাঁন (৪০), আলা উদ্দিন (৪৫), মোঃ শাহীন (৩০), মোঃ জাফর (৩৫), নবীরুল (৩০), মোঃ রুকু (২৮),  যশোরের চৌগাছার মোঃ মিজানুর রহমান (২৫), মো. লান্টু মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (২৫), সাতক্ষীরার কৃষ্ণনগরের ধানদিয়ার মো. আরশাদ আলী (৪৮), কলারোয়ার মো. হামেদ আলী (৩৫), নরসিংদীর মনোহরদী এলাকার মো. জাহাঙ্গীর (৩৫), মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার মো. মজিবুর রহমান (৫০), মো. রিপন মুন্সী (৪২), মো. জনি (৩৫), ও মো. মিজান (২৫)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সী হ্যাভেন থেকে এই ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আগামীকাল রবিবার আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *