নড়াইল জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে নড়াইল জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অভিযানে নড়াইল সদর থানায় চার মাদক ব্যবসায়ীসহ ১৩ জন, লোহাগড়া থানায় তিন মাদক ব্যবসায়ীসহ ১৩ জন, কালিয়া থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ৬ জন ও নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে আটক করে।
এছাড়া, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।