‘তারেক রহমান হলেন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, ২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতীক’ মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যেভাবে তাঁর জন্মদিন পালন করা হয়েছে, তাতে মনে হচ্ছে দস্যু বনহুরের জন্মদিন পালিত হয়েছে।
আজ শনিবার চট্টগ্রামে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের আয়োজনে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের ৫০তম জন্মদিন ঘটা করে পালন করা হয়েছে। আল্লাহর কী বিচার, সেদিন ছিল আবার বিশ্ব স্যানিটেশন দিবস। বিশ্বের মানুষ স্যানিটেশন দিবস পালন করেছে। অর্থাৎ বিশ্ব স্যানিটেশন দিবসে তারেক রহমান জন্ম নিয়েছেন। কয়েকজন যুবলীগ নেতা আমাকে বিশ্ব স্যানিটেশন দিবস নিয়ে ব্যাখ্যা করতে বলেছেন। যদি চট্টগ্রামের ভাষায় না-ও বলি, স্যানিটেশন দিবস মানে টয়লেট দিবস।
আজ শনিবার চট্টগ্রামে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের আয়োজনে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের ৫০তম জন্মদিন ঘটা করে পালন করা হয়েছে। আল্লাহর কী বিচার, সেদিন ছিল আবার বিশ্ব স্যানিটেশন দিবস। বিশ্বের মানুষ স্যানিটেশন দিবস পালন করেছে। অর্থাৎ বিশ্ব স্যানিটেশন দিবসে তারেক রহমান জন্ম নিয়েছেন। কয়েকজন যুবলীগ নেতা আমাকে বিশ্ব স্যানিটেশন দিবস নিয়ে ব্যাখ্যা করতে বলেছেন। যদি চট্টগ্রামের ভাষায় না-ও বলি, স্যানিটেশন দিবস মানে টয়লেট দিবস।