ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ

শিক্ষা
image_154091.comilla universityকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবষের্র স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ব্লু-টুথ ডিভাইস ও হাতঘড়ি) নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে প্রক্টর মোঃ আইনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ব্লু-টুথ ডিভাইস ও হাতঘড়িসহ সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার নজির দেখেছি। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো পরীক্ষার্থীর কাছে ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *