হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটে বর্তমানে বৃষ্টিপাত না হলেও বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। ফলে আরো অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। শনি, রোব ও সোমবার সিলেটে বৃষ্টিপাত না হলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পাউবো, সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার ১২ টা পর্যন্ত সুরমা নদীর পানি কুশিয়ারা পয়েন্টে ১৩.৮৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার যা ছিলো ১৩.৫৭ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি অমলসীদ পয়েন্টে ১৭.১৮ ও শ্যাওলা পয়েন্টে ১৪.৪৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। শনিবার যা ছিলো যথাক্রমে ১৬.৭৮ ও ১৪.২৬ সেন্টিমিটার।
এই তিন পয়েন্টের মধ্যে কানাইঘাটে বিপদসীমার .৬৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং অমলসীদ ও শ্যাওলায় যথাক্রমে ১.৩৩ সেন্টিমিটার ও .৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো’র সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, সিলেটে বৃষ্টি না হলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
দীর্ঘস্থায়ী এ বন্যায় প্রায় দেড় মাস ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে সিলেট’র অন্তত ৬ টি উপজেলার ৩ লক্ষাধিক মানুষ।