হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের বি:বাজার পৌরশহরের জামান প্লাজার সামনে পাগলা কুকুরের কামড়ে থানাবাজার এলাকার এক ব্যবসায়ীসহ ৬ পথচারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের একজনকে সিলেট পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার লাউতা ইউনিয়নের কানলি গ্রামের বাসিন্দা থানার বাজার এলাকার ব্যবসায়ী আলী হাসান রাজু (৪০) রাত ৮টার দিকে জামান প্লাজার সম্মুখে প্রধান সড়ক দিয়ে যাওয়ার পথে একটি পাগলা কুকুর কামড় দেয়। কামড় দিয়ে কুকুরটি তার পায়ে ঝুলে থাকে। এ অবস্থা তিনি কুকুরটিকে লাথি দিলে তার পা ছেড়ে অপর দুই পথচারীকে কামড় দেয়। এ নিয়ে কুকুরটি পৌরশহরে ৬ পথচারীকে আহত করে।
মারাত্মক আহত পৌরসভার নবাং এলাকার আলতাফ হোসেনকে সিলেট ওসমানি মেডিকের হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে উপজেলা হাসপাতালের টিএইচও মোয়াজ্জেম আলী খান বলেন, আলতাফ হোসেনের প্রচুর রক্তক্ষরণ হওয়াতে তাকে ভেকসিন ও প্রাথমিক দিয়ে সিলেটে প্রেরণ করা হয়।
এছাড়া অন্য পাঁচজনকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহতরা হলেন আলী হোসেন, মাসুক উদ্দিন, নাসির মিয়া এবং জনি আহমদ।
.
বার্তা প্রেরক
হাফিজুল ইসলাম লস্কর
০১৬১১২৩৩২২৯