কেনিয়ার উত্তরাঞ্চলে সোমালি সীমান্তের কাছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ২৮ বাসযাত্রী নিহত হয়েছে।
কয়েক বছর ধরেই জঙ্গি সংগঠনটি কেনিয়ায় তাদের উপস্থিত জোরদার করছে।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা বন্দুকের মুখে বাসটি দাঁড় করায়। এরপর বাসযাত্রীদের রাস্তায় নামিয়ে যাদের অমুসলিম বলে সন্দেহ হয় তাদের আলাদা লাইনে দাঁড় করিয়ে হত্যা করে।
রাজধানী নাইরোবি যাওয়ার পথে সোমালি সীমান্তের কাছে মান্দেরা কাউন্টিতে এ ঘটনা ঘটে। জঙ্গিরা চালককে বাসটি থামতে বাধ্য করে। খবর এএফপির।
পুলিশের আঞ্চলিক প্রধান নোয়া ময়াভিন্দা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে শাবাব জঙ্গিরা নির্মমভাবে ২৮ নিরপরাধ লোককে হত্যা করেছে।’
এক কর্মকর্তা কেনিয়ার ডেইলি নেশন পত্রিকাকে বলেন, জঙ্গিরা যাত্রীদের কোরআনের আয়াত (সুরা ও দোয়া) পড়তে বলে। যারা তা পড়তে পারেনি তাদের হত্যা করা হয়।
শনিবার ভোরের এই হামলার পর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কেনিয়ার গণমাধ্যম জানায়, সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের আবেদন করা হলে সরকার তা দিতে ব্যর্থ হয়।
২০১১ সাল থেকে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
২০১১ সালে ইসলামি মিলিশিয়াদের সহায়তায় কেনিয়া সোমালিয়ায় সৈন্য পাঠায়। জঙ্গি হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় উত্তরাঞ্চলীয় মান্দেরায়।
কয়েক বছর ধরেই জঙ্গি সংগঠনটি কেনিয়ায় তাদের উপস্থিত জোরদার করছে।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা বন্দুকের মুখে বাসটি দাঁড় করায়। এরপর বাসযাত্রীদের রাস্তায় নামিয়ে যাদের অমুসলিম বলে সন্দেহ হয় তাদের আলাদা লাইনে দাঁড় করিয়ে হত্যা করে।
রাজধানী নাইরোবি যাওয়ার পথে সোমালি সীমান্তের কাছে মান্দেরা কাউন্টিতে এ ঘটনা ঘটে। জঙ্গিরা চালককে বাসটি থামতে বাধ্য করে। খবর এএফপির।
পুলিশের আঞ্চলিক প্রধান নোয়া ময়াভিন্দা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে শাবাব জঙ্গিরা নির্মমভাবে ২৮ নিরপরাধ লোককে হত্যা করেছে।’
এক কর্মকর্তা কেনিয়ার ডেইলি নেশন পত্রিকাকে বলেন, জঙ্গিরা যাত্রীদের কোরআনের আয়াত (সুরা ও দোয়া) পড়তে বলে। যারা তা পড়তে পারেনি তাদের হত্যা করা হয়।
শনিবার ভোরের এই হামলার পর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কেনিয়ার গণমাধ্যম জানায়, সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের আবেদন করা হলে সরকার তা দিতে ব্যর্থ হয়।
২০১১ সাল থেকে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
২০১১ সালে ইসলামি মিলিশিয়াদের সহায়তায় কেনিয়া সোমালিয়ায় সৈন্য পাঠায়। জঙ্গি হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় উত্তরাঞ্চলীয় মান্দেরায়।