ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। কিন্তু এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন তিনি। দেশে ফেরার কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন তামিম ও তার কাব এসেক্স কাব। কিন্তু সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে, হেইট ক্রাইমের শিকার হয়েই আতঙ্কে দেশে ফিরেছেন তামিম। বিশ্ব মিডিয়ায়ও তামিমের দেশে ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ব্রিটিশ দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্ট’ খবর দিয়েছে, তামিমের স্ত্রী ও সন্তান হেইট ক্রাইমের শিকার হওয়ায় এসেক্স ছেড়েছেন। কিন্তু তামিম বিষয়টি ফেসবুক ও টুইটারের মাধ্যমে অস্বীকার করেছেন। ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ‘তামিমের পরিবার বর্ণবাদের শিকার হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, স্ত্রী ও সন্তান বর্ণবাদের শিকার হওয়ায় মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তামিম ইকবাল।’ বিবিসির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি খবর প্রকাশ করেছে, ‘আক্রমণকারীরা তামিমের পরিবারকে উদ্দেশ করে বাজে কথা বললেও অ্যাসিড আক্রমণের ঘটনা সত্য নয়।’ বিবিসি শুধু ফেসবুকে তামিমের দেওয়া পোস্ট নিয়ে প্রতিবেদন করেছে। সেখানে হেইট ক্রাইমের বিষয়টি অস্বীকার করেছেন তামিম। জানা গেছে, তামিম নাকি এসেক্স কাব থেকে কোনো টাকা নেননি। অগ্রিম নেওয়া টাকাও ফেরত দিয়ে এসেছেন। বিনে পয়সায় একটি ম্যাচ খেলেছেন তামিম। এসেক্স কাবের কর্মকর্তাদের অনুরোধেও এক ম্যাচ খেলার পারিশ্রমিক নেননি তামিম।