বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে স্বেচ্ছায় বেকার হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বাতিল হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে অসি ‘এ’ দলের সিরিজও।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এমন সংকটময় মুহূর্তে প্রতিশ্রুত বাংলাদেশ সফর যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গলার কাঁটা।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এমন সংকটময় মুহূর্তে প্রতিশ্রুত বাংলাদেশ সফর যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গলার কাঁটা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন নির্বাচকরা। নতুনরা কে কেমন অবস্থায় আছে, সেটা তারা বুঝতে পারছেন না। এমনকি সফরের জন্য ১৩ জনকে রাজি করানোই কঠিন হয়ে পড়েছে!
অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিসি) সঙ্গে মীমাংসায় আসার চেষ্টা করছে সিএ।
স্মিথ-ওয়ার্নারদের বিকল্প হিসেবে যাদের বিবেচনায় রেখেছিল সিএ সেই ‘এ’ দলের খেলোয়াড়রা বেতন-ভাতার দাবিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। চোট আক্রান্ত পেসার মিচেল স্টার্কের জায়গায় বোর্ডের ভাবনায় থাকা জ্যাকসন বার্ড, চাদ সেয়ার্সের মতো বিকল্প ক্রিকেটাররা মীমাংসা ছাড়া জাতীয় দলে খেলতে চান না। ফলে ট্রেভর হোন্স, গ্রেগ চ্যাপেল, ড্যারেন লেহম্যানদের নিয়ে গড়া নির্বাচক কমিটির কপালে ভাঁজ বাড়ছেই। ওয়েবসাইট।