দেশে দক্ষ যুবশক্তি বিনির্মাণে যুবলীগকেই দায়িত্ব নিতে হবে : সৈয়দ আশরাফ

টপ নিউজ রাজনীতি
image_154076.ashraf_2129স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশে দক্ষ যুবশক্তি বিনির্মাণে যুবলীগকেই দায়িত্ব নেয়ার আiহ্বান জানিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশে যুবকদের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে যুবলীগ। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে এই সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য ব্রতী হতে হবে। যে লক্ষ্য নিয়ে শেখ ফজলুল হক মণি একদা দেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্যই দেশের প্রথম যুবসংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন।
মন্ত্রী আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ আয়োজিত যুব জাগরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, যুবলীগের গৌরবময় অতীত আছে। সেই অতীত স্মরণে রেখে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহোযোগিতাও কামনা করেন।
এরআগে,যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভ’মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন,যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা আমিনুল ইসলাম আমিন,আওয়ামী লীগ নেতা এম এ সালাম,মফিজুর রহমান প্রমুখ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিগত ৫ বছলে বন্দরনগরী চট্টগ্রামের অভ’তপূর্ণ উন্নতি সাধিত হয়েছে। যুবলীগকে সরকারের এই অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে।
গণপূর্তমন্ত্রীমন্ত্রী বলেন,সরকার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কর্নফূলী সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, মিরেরসরাই এবং আনোয়ারাসহ বেশ কয়েকটি স্থানে শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *