হাফিজুল ইসলাম লস্কর:: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা গতকাল ১২ জুলাই বুধবার ধোপাদিঘীরপাড়স্থ আল ফালাহ টাওয়ারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সহ-সভাপতি মাওলানা খলীলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ খালোপারী, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম রশিদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, মাওলানা নুর আহমদ ক্বাসিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মাওলানা আমির হুসাইন, মাওলানা আব্দুল খালিক শাহবাগী, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রাহমান, মাওলানা খলীলুর রহমান, মুফতী এবাদুর রহমান, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা কাজী আমীন উদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আলী আহমদ, ক্বারী মাওলানা মুখতার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশবাসী নয়, সারাবিশ্ব এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। অন্যথায় গণতান্ত্রিক রাষ্ট্র একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হবে। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।