গাজীপুর : গাজীপুর শহরের ভোড়া মধ্যপাড়া (চৌকিদারবাড়ি) এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই বুধবার সন্ধ্যায় ভোড়া গ্রাম কমিউনিটি পুলিশ আয়োজিত সমাবেশ উদ্বোধন করেন ইন্সপেক্টর অব ইন্টিলিজেন্ট এন্ড কমিউনিটি পুলিশের খান মোঃ আবুল কাশেম পিপিএম।
কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ নাসিমুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও ডাঃ মোঃ নাসিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াজউদ্দিন মিয়া।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল আলম (বিএসসি), গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু, গাজীপুর সিটির ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, ছোট দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আফসার উদ্দিন, মোঃ আলী হোসেন, কৃষকলীগ নেতা মোঃ নজরুল ইসলাম মিলন, মোঃ মনির খান, মোঃ তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহেল, এডভোকেট রুস্তম আলী, করিম সিকদার, মোঃ আবুল বাসার খান, ফেরদৌস ওয়াহিদ খোকন, মোঃ মাহতাব হোসেন প্রমুখ। এ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গি ও অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রয়োজনে লাঠি দিয়ে পিটিয়ে এবং বাড়িঘর ভেঙ্গে মাদক, সন্ত্রাস, নির্মূল করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হলে মাদকসেবি, ব্যবসায়ী ও জঙ্গীসহ সকল অপরাধীদের নির্মূল করা সম্ভব। এজন্য প্রয়োজন সকলের সহযোগীতা।