বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে এক প্রেমিকা অনশন করায় অবশেষে বিয়ে করতে বাধ্য হলো প্রেমিক। এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মনোহরপুর গ্রামে।
গ্রামবাসীরা জানান, তালা উপজেলার ইসলামকাটি গ্রামের প্রদীপ দাশের মেয়ে রীমা দাসের (১৬) সাথে আশাশুনির মনোহরপুর গ্রামের মঙ্গল দাশের ছেলে সঞ্জয় দাসের (২১) গত তিন বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এক পর্যায়ে প্রেমিক সঞ্জয় দাস রিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ে না করার জন্য টালহাবানা শুরু করে। এমন পরিস্থিতিতে প্রেমিকা রিমা দাস বিরক্ত হয়ে বিয়ের দাবিতে গত মঙ্গলবার থেকে সঞ্জয় দাসের বাড়ির বারান্দায় বসে পড়ে। গত তিন দিন এ অবস্থা চলার পর এলাকাবাসী চাপ সৃষ্টি করলে অবশেষে সঞ্জয় তাকে বিয়ে করতে রজি হয়। পরে গ্রামবাসী মেয়ে পক্ষকে ডেকে এনে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে তাদের বিয়ে দেন।
গ্রামবাসীরা জানান, তালা উপজেলার ইসলামকাটি গ্রামের প্রদীপ দাশের মেয়ে রীমা দাসের (১৬) সাথে আশাশুনির মনোহরপুর গ্রামের মঙ্গল দাশের ছেলে সঞ্জয় দাসের (২১) গত তিন বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এক পর্যায়ে প্রেমিক সঞ্জয় দাস রিমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ে না করার জন্য টালহাবানা শুরু করে। এমন পরিস্থিতিতে প্রেমিকা রিমা দাস বিরক্ত হয়ে বিয়ের দাবিতে গত মঙ্গলবার থেকে সঞ্জয় দাসের বাড়ির বারান্দায় বসে পড়ে। গত তিন দিন এ অবস্থা চলার পর এলাকাবাসী চাপ সৃষ্টি করলে অবশেষে সঞ্জয় তাকে বিয়ে করতে রজি হয়। পরে গ্রামবাসী মেয়ে পক্ষকে ডেকে এনে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে তাদের বিয়ে দেন।